নতুন স্মার্টফোন কিনেছেন অথবা কিনবেন? জেনে নিন অজানা বিষয়গুলো। নতুন ফোন কেনার পর করনীয়। স্মার্টফোন ভালো রাখার উপায়।
অনায়াসে বেশিদিন ব্যাবহার করুন স্মার্টফোন সাথে থাকছে ব্যাটারি ভালো রাখার উপায়।
নতুন স্মার্টফোন কেনার পর সবারই ইচ্ছা হয়, ফোনটা এখন যে-রকম সার্ভিস পাচ্ছি দুই-তিন বছর পরও যদি তেমনটা পেতাম। হ্যাঁ, আপনি যদি যত্নসহকারে কিছু পদ্ধতি মেনে ফোন ব্যাবহার করেন তাহলে অবশ্যই দুই-তিন বছর পরেও ফোন নতুনের মতই লাগবে।
বর্তমানে দেখা যায় স্মার্টফোন বা অপারেটিং সিস্টেমগুলির নতুন কোনো আপডেট আসলেই প্রযুক্তিপ্রেমিরা নতুন ফোন কিনে সময়ের সাথে তাদের আপডেট করে নেয়। কিন্তু নতুন ফোন কেনার পরের করনীয় কাজগুলো না করার বা না জানার কারনে তারা আশানুরূপ সার্ভিস পায়না এবং ফোন আস্তে আস্তে পারফরম্যান্স হারায়।
বর্তমানে দেখা যায় স্মার্টফোন বা অপারেটিং সিস্টেমগুলির নতুন কোনো আপডেট আসলেই প্রযুক্তিপ্রেমিরা নতুন ফোন কিনে সময়ের সাথে তাদের আপডেট করে নেয়। কিন্তু নতুন ফোন কেনার পরের করনীয় কাজগুলো না করার বা না জানার কারনে তারা আশানুরূপ সার্ভিস পায়না এবং ফোন আস্তে আস্তে পারফরম্যান্স হারায়।
কভার ব্যাবহারঃ অনেক সময় ধরে গেম খেললে অথবা দীর্ঘক্ষণ ধরে অন-স্ক্রিন রেখে ব্রাওজিং করলে ফোন গরম হয়ে যায়। তবে আপনি যদি কভার ব্যাবহার করেন। সেক্ষেত্রে গরম আরো বেশি হবে। কিন্তু আবার ফোন হাত থেকে পরে গেলে ফোনকে অনেকটাই রক্ষা করে কভার। তাই যখন গেম অথবা বেশিক্ষণ ধরে ফোন ব্যাবহার করবেন তখন কভার খুলে রাখুন।
ব্যাটারিঃ একসময় স্মার্টফোনে বেশিক্ষণ চার্জ না থাকার কারনে তা ব্যাবহারে আসল মজাই পাওয়া যেতনা। স্মার্টফোন ব্যাবহারের আসল মজা যদি এতে বেশিক্ষণ চার্জ থাকে। বর্তমানে প্রযুক্তির উন্নতির কারনে স্মার্টফোন গুলোর ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতাও বেড়েছে। তবে আপনি যদি বেখেয়ালি ভাবে ফোন ব্যাবহার করেন তাহলে ফোনের সাথে সাথে ব্যাটারিরও কার্যক্ষমতা কমে যাবে। তাই কয়েকটি দিক খেয়াল রাখুনঃ
- যখন চার্জ ৩০% থেকে ১% এর মধ্যে আসবে তখনই ফোন চার্জে দিন।
- ফোন চার্জে থাকা অবস্থায় ব্যাবহার না করাই উত্তম।
- সবসময় অরিজিনাল চার্জার ব্যাবহার করার চেষ্টা করুন।
- যদিও বর্তমানে আপডেট ফোনগুলোতে ১০০% চার্জ হওয়ার পর ফোন চার্জ নেয়া অটোমেটিক বন্ধ করে দেয়। কিন্তু ব্যাটারি ভালো রাখতে চার্জ ১০০% হওয়ার সাথে সাথেই ফোন চার্জ থেকে খুলে ফেলুন। এক্ষেত্রে একটি এ্যাপস ব্যাবহার করতে পারেন। যার কাজ হলো ১০০% চার্জ হওয়ার সাথে সাথে আপনাকে এলার্ম এর মাধ্যমে জানিয়ে দিবে। এ্র্যাপসটি ডাউনলোড নিচের বাটনটিতে ক্লিক করুন।
- চার্জিং অবস্থায় ফোনে কখনোই গেম খেলবেন না অথবা ইন্টারনেট ব্যাবহার করবেন না। চার্জিং অবস্থায় ফোন টিপলে কোনো সমস্যা হবেনা কিন্তু ব্যাটারির আয়ু বাড়াতে আমি অবশ্যই বলবো এই কাজটা করবেন না।
মেমরি/স্টরেজঃ আপনার ফোন স্টরেজ যতটুকই হোক সবসময় ফোন স্টরেজ কমপক্ষে ১০ জিবি ফাঁকা রাখুন। এতে আপনার ফোন কখনোই স্লো হবেনা।
চার্জ দেয়ার সময় ঠান্ডা বা শক্ত জায়গায় রাখুনঃ ফোনে চার্জে দিলে গরম হয় স্বাভাবিক। কিন্তু সেটা যদি আরো গরম জায়গায় থাকে তাহলে মাত্রারিক্ত গরম হবে। তাপ শোষণ করে এমন সোফা বা বিছানার ওপর রেখে ফোন চার্জ দেবেন না। চার্জের সময় ফোন থেকে যে গরম বের হয় তা আটকে গিয়ে ফোন আরও বেশি গরম করে তোলে।
সরাসরি সূর্যের আলোতে রাখবেন নাঃ কিছু কিছু ফোনের পিছন দিকটা প্লাস্টিক দিয়ে তৈরি। এসব ফোন সরাসরি সূর্যের আলোতে এলে গরম হওয়া শুরু করে। সাধারণত সব মোবাইল ফোনের জন্য সুবিধাজনক তাপমাত্রা হলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
ব্রাইটনেসঃ একটা বিষয় খেয়াল করে দেখবেন, ফোনের ব্রাইটনেস যত কমিয়ে ব্যাবহার করবেন চার্জ তত বেশি থাকবে৷ তাই সবসময় ব্রাইটনেস কম রাখার চেষ্টা করুন।
No comments